অপরাধ-আদালত

শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রার নির্দেশনা চ্যালেঞ্জ করে রিট

পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বের করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোত যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই চিঠি চ্যালেঞ্জ করে একটি রিট করেছেন মনিপুর হাইস্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর বাবা খালিদ জাহান।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করা হয়।
বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।
বাদী পক্ষের আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী রিট আবেদন করার বিষয়টি একটি অনলাইন পোর্টালকে নিশ্চিত করেছেন।
আজিম উদ্দিন বলেন, সকালে সংশ্লিষ্ট বেঞ্চের অনুমতি নিয়ে রিটটি করেছি। তিনি বলেন, এই চিঠি জারি করা কেন বেআইনি ঘোষণা করা হবে না এই মর্মে রুল এবং রুল শুনানি না হওয়া পর্যন্ত এই চিঠির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। সংবিধানের অনুচ্ছেদ ১২ ও ৪১ এ উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার সঙ্গে এই চিঠি সাংঘর্ষিক। রিটে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
গত ২০ মার্চ সারাদেশে বাংলা নববর্ষ পালনে সংস্কৃতি মন্ত্রণালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আন্তঃমন্ত্রণলায় বৈঠক করে। বৈঠকে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে শিক্ষা প্রতিষ্ঠানে নববর্ষ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Back to top button