জাতীয়

শিক্ষা খাতের উন্নয়নে বরাদ্দ আরো বাড়াতে হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- উচ্চশিক্ষা ও কারিগরিসহ শিক্ষা খাতের উন্নয়নে বরাদ্দ আরো বাড়াতে হবে।  তিনি বলেন, চাকরির পাশাপাশি তরুণ উদ্যোক্তা সৃষ্টিতে সরকারি বৃত্তির তালিকাও হালনাগাদ করতে হবে।
রোববার বেলা সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে  শিক্ষা সহায়তা ট্রাস্টের এক বৈঠকে এসব কথা বলেন তিনি।
এতে শেখ হাসিনার সভাপতিত্বে অংশ নেন ট্রাস্টের সদস্যরা। বৈঠকে প্রধানমন্ত্রী ট্রাস্টের পক্ষ থেকে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন- এমফিল ও পিএইচডি গবেষণায় আগের পাঁচ কোটির সাথে নতুন করে আরো পাঁচ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে। সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে সরকার প্রধান ‘শ্রেণিকক্ষে মাত্রাতিরিক্ত শিক্ষার্থী উপস্থিতির’ বিষয় তদারক করতে বলেন।

Related Articles

Leave a Reply

Back to top button