রাজনীতিলিড স্টোরি

শিক্ষার্থীদের নতুন দলের আত্মপ্রকাশ শুক্রবার

ঢাকা : জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের সমন্বয়ে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। আগামি শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে থেকে নতুন দলের ঘোষণা দেয়া হবে।

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ বিষয়ক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সোমবার (২৪ ফেব্রুয়ারি)। তাতে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম নয়া দল আত্মপ্রকাশের সময় জানান।

সারজিস আলম বলেন, আমরা বিশ্বাস করি, হাজারো শহীদের জীবনের ওপরে লাখ লাখ ভাই-বোনের রক্তের ওপর দাঁড়িয়েছে যে নতুন বাংলাদেশ, এ বাংলাদেশে দীর্ঘ লড়াই করে আগামী প্রজন্মকে কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দেয়া আমাদের কাছে একটি আমানত।

আমরা আমাদের এ লড়াইটি করে যেতে চাই। সে লড়াইকে সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

নয়া এ দলটিতে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে জানাকের সদস্য সচিব আখতার হোসেন বলেন, নয়া দল গঠনের বিষয়ে ১৫ দিন যাবত সারাদেশে জনমত ক্যাম্পেইন চলেছে। প্রায় ২ লাখ মানুষ তাদের মতামত জানিয়েছে। দলের জন্য ৩০টির মতো নাম পাওয়া গিয়েছে।

আর প্রতীক হিসেবে সূর্য, কলম, বই, গাছসহ বিভিন্ন মার্কার কথা বলেছেন তারা। দল নিবন্ধন কাজের সঙ্গে যুক্ত যখন হবো, তখন ঠিক করবো প্রতীক।

Related Articles

Leave a Reply

Back to top button