জাতীয়

শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বাংলাদেশের গভীর উদ্বেগ প্রকাশ

কিরগিজস্থানের রাজধানী বিশকেকে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। 
রবিবার (১৯ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে। এতে বলা হয়, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আমরা উজবেকিস্তানে আমাদের দূতাবাসের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, একই সাথে কিরগিজ প্রজাতন্ত্রে স্বীকৃত দূতাবাস হিসেবে কিরগিজ প্রজাতন্ত্রে অধ্যয়নরত আমাদের শিক্ষার্থীদের ও কিরগিজ কর্মকর্তাদের সাথে ক্রমাগত যোগাযোগে রয়েছে।
গত শুক্রবার রাতে কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা চালায় স্থানীয়রা। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, রাজধানী বিশকেকের যেসব হোস্টেলে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের শিক্ষার্থীরা রয়েছে, সেখানে হামলা চালানো হয়। এতে তিনজন নিহতের দাবি করা হলেও দেশটির সরকার বলছে, নিহতের ঘটনা ঘটেনি।
কিরগিজস্তানে হোস্টেলে ঢুকে ভারতীয়দের মারধর, রয়েছেন বাংলাদেশি ও পাকিস্তানিওকিরগিজস্তানে হোস্টেলে ঢুকে ভারতীয়দের মারধর, রয়েছেন বাংলাদেশি ও পাকিস্তানিও।
গত ১৩ মে কিরগিজ ও মিশরীয় শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি হয়। তার জেরেই উত্তপ্ত হয়ে পড়ে কিরগিজস্তারের রাজধানী বিশকেক। শহরের বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে হামলা চালায় দুর্বৃত্তরা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এখনও পর্যন্ত বাংলাদেশি শিক্ষার্থীদের কোনো গুরুতর আহত বা হতাহতের খবর নেই। দূতাবাস ইতিমধ্যেই তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি জরুরি যোগাযোগ নম্বর শেয়ার করেছে যাতে এই বিষয়ে যে কোনো সমস্যার জন্য শিক্ষার্থীরা যোগাযোগ করতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দূতাবাসের মাধ্যমে সরকার শিক্ষার্থীদের নিরাপত্তা ও নিরাপত্তা নিশ্চিত করতে কিরগিজ প্রজাতন্ত্রের পররাষ্ট্র ও অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ সমন্বয় করছে। আমরা ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তাসখন্দে অবস্থানরত আমাদের রাষ্ট্রদূতকে বাংলাদেশি শিক্ষার্থীদের সুস্থতা সম্পর্কে খোঁজখবর নিতে শীঘ্রই বিশকেক সফরে যেতে বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button