জাতীয়

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা আর নেই

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা ও ভাষাসৈনিক প্রয়াত এম এ ওয়াদুদের স্ত্রী রহিমা ওয়াদুদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।

আজ শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর কলাবাগানের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, শুক্রবার (৪ মে) রাত ১২টার দিকে রাজধানীর কলাবাগানে নিজবাসভবনে মারা যান রহিমা ওয়াদুদ। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

অবসরপ্রাপ্ত শিক্ষিকা রহিমা ওয়াদুদ রাজধানীর লেকসার্কাস বালিকা বিদ্যালয় থেকে কয়েক বছর আগে অবসর নেন।

বর্তমানে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন ডা. দীপু মনি। তিনি রোববার (৭ মে) সকালে দেশে ফিরবেন। দেশে ফেরার পর তার মায়ের দাফন হবে।

Related Articles

Leave a Reply

Back to top button