জাতীয়
শিক্ষাই সবচেয়ে বড় বিনিয়োগ: অর্থ উপদেষ্টা

শিক্ষা ও অভিজ্ঞতা কেউ কেড়ে নিতে পারে না। এটি এমন একটি বিনিয়োগ, যা চুরি হওয়ার সম্ভাবনা নেই— এমন মন্তব্য করেছেন অর্থ ও বিজ্ঞান-প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
বুধবার (১৪ মে) পূর্বাচলে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, শিক্ষা এমন একটা বিনিয়োগ, যেটা চুরি করে নিয়ে যাওয়া যায় না। আমি তো দেখছি কোটিপতি লোকজন এখন রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। বহু ব্যাংক ব্যালেন্স ছিল, নেই। কিন্তু যার শিক্ষা আছে, ডিগ্রি আছে, জ্ঞান আছে, সেটা কিন্তু কেউ নিতে পারছে না।
নতুন গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রথমে নিজের পরিবারের প্রতি নজর রাখতে হবে। পরে দেশ ও মানুষের প্রতি যত্নশীল হতে হবে। অন্য কারও উপর নির্ভরশীল না হয়ে, নিজের অর্জিত জ্ঞানকে সবার মাঝে ছড়িয়ে দেয়ার পরামর্শন দেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমানে দেশ কঠিন সময় পার করছে। ঐক্যবদ্ধ ভাবে দেশের উন্নয়নে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। বলেন, বাংলাদেশ সম্পর্কে বর্হিবিশ্বে ইতিবাচক ভূমিকা রয়েছে। অন্তর্বর্তী সরকার সেই গতিধারা রক্ষায় কাজ করে যাচ্ছে।



