বিনোদুনিয়া
শাহরুখ-সানি’র ১৬ বছরের দ্বন্দ্বের অবসান ঘটালো ‘গাদার ২’

বলিউড অভিনেতা সানি দেওলের ‘গদর ২’ ছবির সাফল্য সানির কেরিয়ারে নতুন অধ্যায়ের সূচনা করেছে। এবার ব্যক্তিগত সম্পর্কের জটিলতা দূর করে তিক্ততা ভূলে শাহরুখকে জড়িয়ে ধরলেন তিনি।
আসল ঘটনা হলো, ১৯৯৩ সালে ‘ডর’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ ও সানি। তারপর থেকেই নাকি তাঁদের দুজনের দ্বন্দ। একে অপরের সঙ্গে কথাও বলেননা, এমন তথ্যই প্রচার ছিলো। তবে এ সব কিছুই মিথ্যা প্রমাণ হল। এই ২ তারকা একই অনূষ্ঠানে উপস্থিত হলেন এবং হেসে কথাও বললেন, এক্সঙ্গে ছবিও তুললেন। যা ২ জনের ভক্তদের মনে উচ্ছাস এনেছে।
এবার তিন দশকের সেই তিক্ততা ভুল প্রমাণ করলো ‘গদর ২’। ‘Ask SRK’ সেশনে সানির ছবির তুমুল প্রশংসা করেছিলেন কিং খান শাহরুখ খান। তারপরই আবার এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্রপুত্র জানান, শাহরুখ অনেক আগেই ‘গদর ২’ দেখেছেন। আর ছবি দেখার আগেই তাঁকে ফোন করেছিলেন এবং শুভেচ্ছা জানিয়েছিলেন। সানিকে শাহরুখ বলেছিলেন, “আমি সত্যিই খুব খুশি, এই সাফল্য তোমার প্রাপ্য।” গৌরীর সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে জানান সানি।
‘সময় সমস্ত আঘাত সারিয়ে দেয়। আমরাও এই বিশ্বাসে অতীতকে পিছনে ফেলে এসেছি। এটাই তো হওয়া উচিত’, এমনটাই বলেছিলেন সানি। সেই কথাই যেন রাখলেন দুই তারকা। ‘গদর ২’র সাফল্যের পার্টিতে একেবারে একে অন্যের কাঁধে হাত দিয়ে বেরিয়ে এলেন পাপারাজ্জির ক্যামেরার পোজ দেওয়ার জন্য। তারপর শাহরুখকে জড়িয়ে ধরলেন সানি।
এভাবেই যেন নিজেদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু করেন। প্রসঙ্গত, সানির এই পার্টিতে শাহরুখ ছাড়াও, সালমান খান, আমির খান, অজয় দেবগন, কাজল, কার্তিক আরিয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি, সারা আলি খান, কৃতী শ্যানন উপস্থিত ছিল। ছেলের সাফল্য উদযাপন করতে ধর্মেন্দ্রও এসেছিলেন। ছবির পাঁচশো কোটির ক্লাবে পৌঁছানো শুধুই সময়ের অপেক্ষা।