বিনোদনসাহিত্য ও বিনোদন

শাহরুখের বাড়ি উড়িয়ে দেয়ার হুমকি, অভিযুক্ত গ্রেপ্তার

বলিউড অভিনেতা শাহরুখ খানের মুম্বাইয়ের বাড়ি ‘মান্নাত’ উড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর: আনন্দবাজার

সোমবার (১০ জানুয়ারি) ভারতীয় গণমাধ্যম জানায়, মধ্যপ্রদেশের জবলপুর থেকে জীতেশ ঠাকুর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

৬ জানুযারি মুম্বাই পুলিশের কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। জানান মুম্বাইয়ের বেশ কয়েকটি জায়গায় বিস্ফোরণ ঘটানো হবে। এর তালিকায় রয়েছে শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’। বোমা দিয়ে মান্নাত উড়িয়ে দেয়ার হুমকি দেন সেই ব্যক্তি।

শুধু শাহরুখ খানের বাড়ি নয়, মুম্বাই শহরের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটানোর হুমকি দেন ফোনের অপর প্রান্তে থাকা এক যুবক।

শুরু হয় খোঁজ। অবশেষে জানা গেল, অভিযুক্ত মধ্যপ্রদেশের জব্বলপুরের গঙ্গানগর এলাকার বাসিন্দা জিতেশ ঠাকুর।

তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

জানা গেছে, এর আগে একাধিকবার মধ্যপ্রদেশ সরকারের কন্ট্রোলরুমে ফোন করে হুমকি দিয়েছেন। এবার মদপানরত অবস্থাতেই মহারাষ্ট্র পুলিশের কন্ট্রোলরুমে ফোন করেন।

Related Articles

Leave a Reply

Back to top button