জাতীয়

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি সোনাসহ ১ চোরাচালানকারী আটক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি হজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি সোনাসহ পাশা নামে এক চোরাচালানকারীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা বিভাগ।

১ মার্চ সকাল ১১ টায় সিভিল এভিয়েশনের সহায়তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমণ বোর্ডিং ব্রিজ -১১ চেকিং পয়েন্ট থেকে ওই ব্যক্তিকে আটক করে কাস্টমস গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা।

ঢাকা হতে কলকাতাগামী ইউ এস বাংলা এয়ারলাইনস এর যাত্রী মোঃ পাশা, বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। চলাচলে সন্দেহ হলে  তার বহনকৃত ব্যাগ ও দেহ তল্লাশি করে কাস্টমস কর্মকর্তারা। প্রাথমিকভাবে জুতার ভিতর হতে ১৪ টি স্বর্নবার সনাক্ত করা হয়।

পরবর্তীতে পুনরায় দেহতল্লাশী করে পকেট হতে আরও একটি স্বর্নবার অর্থাৎ সর্বমোট ১৫ টি স্বর্নবার উদ্ধার করা হয়, যার ওজন সর্বমোট ১৫০০ গ্রাম বা দেড় কেজি।

উদ্ধারকৃত স্বর্নের আনুমানিক বাজার মূল্য ৭৫ লক্ষ টাকা। আটককৃত স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button