জেলার খবর

শাহজাদপুরে ৬নং পোরজনা ইউনিয়ন পরিষদে ভোগান্তি

সেলিম রেজা; সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৬নং পোরজনা ইউনিয়ন পরিষদ বেশিরভাগ সময় বন্ধ থাকায় প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ইউনিয়নবাসিরা।

 

জানা গেছে, সেবাগ্রহীতার দৈনন্দিন প্রয়োজনীয় সরকারী সেবা গ্রহণের জন্য ইউনিয়ন পরিষদে গিয়ে দেখতে পান পরিষদ বন্ধ। বেশিরভাগ সময় চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু ও সচিব নাঈমুল ইসলাম উজ্জ্বলের কক্ষ তালাবদ্ধ এবং উদ্দোক্তার কক্ষ‌ও বন্ধ দেখা যায়। কোন উপায়ান্তর না দেখে প্রয়োজনী কাজের জন্য পরিষদে আসা বেশকিছু জনসাধারণকে অপেক্ষা করতে দেখা যায়।

সরেজমিনে সোমবার (১৬ই অক্টোবর’) বেলা ১১টায় গিয়ে সাংবাদিকরা পোরজনা ইউনিয়ন পরিষদে গিয়ে পরিষদের এক‌ই চিত্র চোখে পড়ে।

পরে পোরজনা ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন, নাগরিক সনদ ও ট্রেড লাইসেন্স করতে আসা বেশ কয়েকজনের সাথে কথা হলে তারা জানায়, সকাল সাড়ে ৯টা ও ১০টায় তারা এসে অপেক্ষা করছেন তবুও চেয়ারম্যান ও সচিবের দেখা নেই।

এসময় স্থানীয় জনসাধারণ অভিযোগ করে বলেন, পোরজনা ইউনিয়ন পরিষদে এই চিত্র প্রতিদিনের। লোকজন প্রতিদিন এভাবে ঘন্টার পর ঘন্টা বসে অপেক্ষা করেন। চেয়ারম্যান কোনদিন দুপুর ১টার পূর্বে পরিষদের আসেন না, সচিবের‌ও এক‌ই অবস্থা।

সাংবাদিকের উপস্থিতি খবর ছড়িয়ে পড়লে ছাত্তার নামের এক ব্যাক্তিকে উদ্যোক্তার কক্ষ খুলতে দেখা যায়। চেয়ারম্যান ও সচিব কোথায় জিজ্ঞাসা করা হলে তিনি জানান তারা কোথায় আছেন জানেন না।

এসময় মুঠোফোনে পোরজনা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবুকে পাওয়া না গেলেও শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান জানান, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।।’

Related Articles

Leave a Reply

Back to top button