জেলার খবর

শাহজাদপুরে বন্যার পানিতে গোসলে নেমে কলেজ ছাত্র নিখোঁজ

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পৌর সদরের ঘোষগাতি এলাকা থেকে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা স্লুইচ গেটে নৌকায় পিকনিক করতে এসে পানিতে গোসলে নেমে এক এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে।

বুধবার দুপুরে বন্যার পানিতে নেমে নিখোঁজ সোয়াইব (২০) ঢাকার ধানমন্ডি আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও উল্লাপাড়া উপজেলার পৌর সদরের ঘোষগাতি মহল্লার আব্দুস সালাম বাবু মিয়ার ছেলে। খবর পেয়ে বাঘাবাড়ি নৌ ফায়ার সার্ভিসের একটি টিম খবর পেয়ে উদ্ধার অভিযানে গিয়ে ডুবুরির অভাবে তারা ফিরে আসে। পরে রাজশাহী বিভাগীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়। তারা সন্ধ্যায় ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা যায়নি বলে শাহজাদপুর ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা গেছে।

এ বিষয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের টিম লিডার খোরশেদ আলম জানান, বুধবার ১২টার দিকে উল্লাপাড়া থেকে ২০ জন শিক্ষার্থী ইঞ্জিন চালিত শ্যালো নৌকা নিয়ে শাহজাদপুরের বিনোদন স্পট রাউতারা স্লুইচ গেট এলাকায় আসে। এরপর কিছু সময় তারা নৌকায় ঘোরাঘুরি করে। একদল শিক্ষার্থী রান্না করতে থাকে।

এই ফাঁকে সোয়াইব সহ ৪ বন্ধু বন্যার পানিতে গোসলে নামে। এক পর্যায়ে তীব্র স্রােতে সোয়াইব পানিতে তলিয়ে যায়। বাঁকি তিনজন উঠে আসতে সক্ষম হয়। তাদেও চিৎকাওে আসপাশের লোকজন ও মাছ ধরার জেলেরা নৌকা,জাল ও হাজারি বর্ষি দিয়ে খোজাখুজি শুরু করে। এ খবর আশপাশে ছড়িয়ে পড়লে শত শত মানুষ নদীপাড়ে ভীড় করে। মূহুতে আনন্দ বিষাদে পরিণত হয়।

এদিকে ছেলেকে না পাওয়ায় স্বজনের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে।’

Related Articles

Leave a Reply

Back to top button