জাতীয়

শাফিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রিয় ব্যান্ড শিল্পী ও কিংবদন্তী নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগমের পুত্র শাফিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

আজ বৃহস্পতিবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি হাসপাতালে মিউজিক ব্যান্ড মাইলসের প্রতিষ্ঠাতা শাফিন ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর।

জানা গেছে, গত তিনদিন ধরে ছিলেন লাইফ সাপোর্টে। বাংলাদেশ সময় আজ সকাল সাড়ে ৬টা নাগাদ তার লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়।

এর আগে, গত ২০ জুলাই শাফিনের একটা কনসার্ট ছিল ভার্জিনিয়াতে। শো’য়ের আগে তিনি অসুস্থ হয়ে পড়লে সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তার।

 

Related Articles

Leave a Reply

Back to top button