Leadআন্তর্জাতিক

শান্তিতে নোবেল জয়ী নার্গিস মোহাম্মদি গ্রেপ্তার

২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার জয়ী  মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে গ্রেপ্তার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী।

শুক্রবার (১২ ডিসেম্বর) মারধর করার পর গ্রেপ্তার করা হয়।

মৃত মানবাধিকার আইনজীবী খসরো আলিকোর্দির স্মরণসভা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন তার সমর্থকরা। গত সপ্তাহে মোহাম্মদির কার্যালয়ে এই আইনজীবীকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল।

মাশহাদ শহরে তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন মোহাম্মাদি। সেখানেই তাকেসহ অন্যান্য মানবাধিকার কর্মীদেরকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করে জানিয়েছেন তার ভাই এবং নার্গিস ফাউন্ডেশন।

নার্গিস ফাউন্ডেশন নার্গিস মোহাম্মদিসহ তার সঙ্গে গ্রেপ্তার হওয়া অন্য মানবাধিকার কর্মীদের অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছে। তবে ইরান কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

নার্গিস মোহাম্মদি ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পান। ইরানে নারীদের ওপর নিপীড়নের বিরুদ্ধে তার কাজ এবং মানবাধিকার সমুন্নত রাখায় অবদানের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছিল।

দুই দশক ধরে বেশিরভাগ সময়ই তিনি তেহরানের কুখ্যাত এভিন কারাগারে কাটিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বরে চিকিৎসার জন্য তাকে সাময়িকভাবে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছিল।

শিগগিরিই আবার তাকে কারাগারে নেওয়ার ফিরিয়ে নেওয়ার কথা ছিল। নার্গিসির স্বামী তাগি রাহমানি বিবিসি পারসিয়ানকে বলেন, তারা নার্গিসিকে সহিংসভাবে গ্রেপ্তার করে। আইনজীবীর ভাই এই গ্রেপ্তারের ঘটনা প্রত্যক্ষ করেছে।

তিনি বলেন, এই ধরনের কর্মকাণ্ড মানবাধিকার আইন পরিপন্থি এবং এক ধরনের প্রতিশোধের নামান্তর।

Related Articles

Leave a Reply

Back to top button