বিনোদন

শাকিব খানের সিনেমা দেখিনি: সারা জাকের

সুপারস্টার শাকিব খানের একটি সিনেমাও দেখেননি নন্দিত অভিনয়শিল্পী সারা জাকের।সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে এমনই তথ্য জানান অভিনেত্রী।

প্রেক্ষাগৃহে গিয়ে দেশীয় সিনেমা দেখার পক্ষপাতী সারা। সম্প্রতি সে উদ্দেশেই প্রেক্ষাগৃহে গিয়ে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো দেখছেন।

শাকিব খানের সিনেমা প্রসঙ্গ উঠলে সারা বলেন, “শাকিব খানের কাজ আমার দেখা হয়নি। ও (শাকিব খান) দেশের সুপারস্টার, এ কারণে ও যে সিনেমায় থাকবে সে সিনেমা এমননিতেই বক্স অফিস হিট হবে।”

সারা আরও বলেন, একসঙ্গে অনেকগুলো সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ায় অনেকেই এর সমালোচনা করেছেন। তবে আমি মনে করি, দেশের সিনেমার প্রচার ও পরিধি বাড়াতে একসঙ্গে অনেকগুলো সিনেমা মুক্তি কোনো সমস্যা নয়, বরং মূল সমস্যা এসব সিনেমা দর্শকদের কাছে পৌঁছে দিতে হলো সংকট। যেটির দ্রুত সমাধান প্রয়োজন ঢালিউড ইন্ডাস্ট্রিতে।

 

Related Articles

Leave a Reply

Back to top button