বিনোদুনিয়া

শাকিব খানের বাড়িতে হামলা

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার মধ্যরাতে গাজীপুরের পূবাইলে তার বাড়ি ‘জান্নাত’-এ হামলা হয়। ওই হামলায় কোনো ক্ষতি হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি জানিয়েছেন, বাড়িটির তত্ত্বাবধায়ক শরীফুল ইসলাম।

তিনি বলেন, রাত দেড়টার দিকে হঠাৎ হানা দেয় একদল দুর্বৃত্ত। পরে স্থানীয় লোকজন পুবাইল থানায় খবর পাঠায়।

পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর ইসলাম বলেন, হামলার বিষয়ে বিস্তারিত কিছুই জানতে পারিনি। আমরা ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করছি। গুরুত্বের সঙ্গে দেখছি বিষয়টি।

প্রসঙ্গত, ‘জান্নাত’ নামের ওই বিলাসবহুল বাড়িটি শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয় বলে জানা গেছে। সেখানে গত কয়েক বছর ধরে সিনেমা, নাটক ও মিউজিক ভিডিওয়ের শুটিং হচ্ছে। সেখানে শুটিং সংশ্লিষ্ট বিভিন্ন মূল্যবান আসবাবপত্র রয়েছে।

তবে হামলার বিষয়ে এখনো কিছু জানাননি শাকিব খান।

Related Articles

Leave a Reply

Back to top button