শাকিবের সঙ্গে বিয়ের দৃশ্যটি ছিল সেরা অভিজ্ঞতা: কোর্টনি কফি

চলতি মাসে ‘রাজকুমার’ সিনেমার শুটিং করতে দেশে এসেছিলেন শাকিব খানের মার্কিন নায়িকা কোর্টনি কফি। শুটিং শেষে আবারও যুক্তরাষ্ট্রে ফিরে যান এ নায়িকা।
এদিকে শনিবার (২৩ ডিসেম্বর) এক ভিডিও বার্তায় অভিনেত্রী তার বাংলাদেশ ভ্রমণের অভিজ্ঞতা জানিয়েছেন।
শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানতে চাইলে কোর্টনি বলেন, ‘‘শাকিব খান বাংলাদেশের ‘টম ক্রুজ’, এটা নিশ্চিত। সে কাজের প্রতি খুবই ডেডিকেটেড এবং প্রফেশনাল। এছাড়া একজন সহশিল্পী হিসেবে পারফেক্ট। শুটিংয়ে সে খুবই মজার মানুষ। সবকিছু মিলিয়ে তার সঙ্গে কাজের অভিজ্ঞতা অনেক ভালো।’’
শুটিংয়ের কোন বিষয়টি সবচেয়ে বেশি ভালো লেগেছে- এ বিষয়ে কোর্টনি কফি বলেন, ‘‘শুটিংয়ে বেস্ট এক্সপেরিয়েন্স ছিল শাকিব খানের সাথে আমার বিয়ের ঘটনা।’’
‘রাজকুমার’ সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি বাংলাদেশে শুটিং করে এসেছি, তবে আমার আমেরিকান বন্ধুরা এখনও বিশ্বাসই করতে পারছে না। মূলত শাকিব খানের জন্মদিনে আমি ও হিমেল (হিমেল আশরাফ) অংশ নিই। সেদিন সিনেমার কিছু অংশ সম্পর্কে জানি এবং সেটা আমার আগ্রহ অনেক বাড়িয়ে দেয়। এর আগে আমি কিছুই জানতাম না।’
অভিনেত্রী বলেন, বাংলাদেশে এসে তার ফুচকা, মিষ্টি, রসগোল্লা, মাছ এসব খেতে বেশ ভালো লেগেছে। এছাড়া দেশে ফিরে যাওয়ার সময় নিউমার্কেট থেকে আট জোড়া জুতা ও কিছু চাদর কিনে নিয়ে গেছেন তিনি। ওখানে বাংলাদেশি উপহার দেয়ার জন্য।