বিনোদুনিয়া

শাকিবের ‘বরবাদ’ নিয়ে সার্টিফিকেশন বোর্ডের আপত্তি

ঢাকা : আসছে ঈদুল ফিতরে মুক্তি দেয়ার কথা ছিল শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি। আর তাই সোমবার (২৪ মার্চ) সিনেমাটি জমা হয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শনীর জন্য। তবে প্রদর্শনী শেষে আপত্তি জানিয়েছে বোর্ড। দেওয়া হয়েছে কিছু সংশোধনী।

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য ও নির্মাতা কাজী হায়াৎ বলেন, সোমবার (২৪ মার্চ) ছবিটি দেখা হয়েছে। সিনেমায় অতিরিক্ত ভায়োলেন্সে আপত্তি জানানো হয়েছে। কিছু কাটিং আছে। তাদের সময় দেওয়া হয়েছে। সংশোধন করে জমা দিলে মঙ্গলবার (২৫ মার্চ) সেন্সরে আবার কাটিংটা দেখে কালকের মধ্যেই সার্টিফিকেট প্রদান করবে।

এদিকে বিষয়টি নিয়ে কথা বলতে ‘বরবাদে’র পরিচালক মেহেদী হাসান হৃদয়ের বলেন, আমাদের কথা হচ্ছে, যে রেটিং ইচ্ছা সেই রেটিং দেখো কিন্তু দিলে আনকাট দেখো। আমরা সিনেমা বানিয়েছি দর্শকদের জন্য। সেখানে আমরা গ্রেডিং দিয়ে কি করবো?

তিনি আরও বলেন, আমরা সব নিয়ম মেনেই সিনেমা বানিয়েছি। ‘বরবাদে’ অ্যাকশন ও ভায়োলেন্স সিনেমা সে জন্য ভায়োলেন্স থাকবেই। তাই বলে ১০ মিনিট কেটে দেয়া হবে এটা কেমন কথা! এভাবে যদি সিনেমা কাট করা হয় তাহলে উন্নত মানের সিনেমা এ দেশে বানানো কখনোই সম্ভব নয়।

এই সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল। এখানে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, যীশু সেনগুপ্ত, মিশা সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার প্রমুখ।

এদিকে শাকিব অভিনিত আরেকটি সিনেমা ‘অন্তরাত্মা’ শনিবার (২২ মার্চ) সেন্সরে জমা পড়েছে। এটি নির্মিত হয়েছিলো ২০২১ সালে। এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার আরেক নায়িকা দর্শনা বণিক।

Related Articles

Leave a Reply

Back to top button