বিনোদন

শাকিবের ‘প্রিয়তমা’

এবারের ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব খান অভিনীত হিমেল আশরাফ নির্মিত ‘প্রিয়তমা’ সিনেমাটি। চলছে মুক্তির প্রস্তুতি । তারই প্রথম ধাপ হিসেবে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে চলচ্চিত্রটি। এ তথ্য সামাজিক মাধ্যমে জানিয়েছেন ছবিটির নির্মাতা নিজেই।
আজ (২১ জুন) নিজের ফেসবুকে হিমেল আশরাফ লিখেছেন, আনকাট সেন্সর সার্টিফিকেট পেল ‘প্রিয়তমা’।
‘প্রিয়তমা’ ছবিতে শাকিবের বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। টেলিভিশন সিরিয়ালের পরিচিত মুখ তিনি। জানা গেছে, ২০২২ সালে জি-বাংলায় প্রচারিত ধারাবাহিক ‘পিলু’ সিরিয়ালে অভিনয় করেন ইধিকা। এরপর ‘রিমলি’ সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেন। সিরিয়ালপ্রেমীদের কাছে তিনি মোটামুটি জনপ্রিয়।
‘প্রিয়তমা’ সিনেমার কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। ঈদে মুক্তি পাবে ছবিটি।

Related Articles

Leave a Reply

Back to top button