বিনোদনসাহিত্য ও বিনোদন

শাওনের কন্ঠে ‘ভালোবাসার সবুজ দ্বীপে’

‘ভালোবাসার সবুজ দ্বীপে’ গানের শিরোনামে কন্ঠ দিয়েছেন অভিনেত্রী, নির্মাতা ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন । নতুন এই গানের কথা লিখেছেন ড. মো. হারুনুর রশীদ।বুলবুল আনামের সুরে গানটির সংগীতায়োজন করেছেন এ এইচ তুর্য। গানটিতে শাওনের সঙ্গে গলা মিলিয়েছেন হুমায়ূন আহমেদের নাটক ও চলচ্চিত্রে গান গেয়ে প্রশংসিত হওয়া সেলিম চৌধুরী।

‘ভালোবাসার সবুজ দ্বীপে’ গাইলেন শাওন

নভেম্বর মাসের প্রথম সপ্তাহে উর্বশী ফোরামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে ‘ভালোবাসার সবুজ দ্বীপে’ গানটি ।

উর্বশী ফোরামের আয়োজনে এর আগে ‘চাঁদনী রাইতে নিরজনে’ শিরোনামের গান করছেন মেহের আফরোজ শাওন। গানটি শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিলো। ‘ভালোবাসার সবুজ দ্বীপ গানটিও সবার মনে সাড়া ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Related Articles

Leave a Reply

Back to top button