খেলা

শহীদ শেখ কামালের জন্মদিনে প্রীতি হকি ম্যাচ অনুষ্ঠিত

শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে প্রীতি হকি ম্যাচের আয়োজন করেছে ভেটারানস হকি বাংলাদেশ।

বৃহস্পতিবার, মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম-এ ভেটারানস হকি বাংলাদেশ এর লাল ও সবুজ দলের মধ্যে প্রীতি হকি খেলাটি ১-১ ড্র হয়।

খেলা শেষে, সভাপতি মেজর অবঃ ইমরোজ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল আহসান উল্লাহ উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন।

সাবেক হকি তারকাদের মিলন মেলায় মুখরিত হয় ভাসানী হকি স্টেডিয়াম।

দিনটি উপলক্ষে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

এ সময় সভাপতি মেজর অবঃ ইমরোজ বলেন, শহীদ শেখ কামাল বিরল প্রতিভার অধিকারী একজন দেশপ্রেমিক। তিনি একাধারে ক্রিড়া সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক আবার রাজনীতিবিদ ছিলেন। একদিকে দেশের জন্যে অস্ত্র হাতে লড়াই করেছেন আবার সেতারও বাজিয়েছেন। জাতির দুর্ভাগ্য অকালে এই সূর্যসন্তানকে হারাতে হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রশিদ সিকদার, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতির প্রতিনিধি গ্রুপ ক্যাপ্টেন রফিক।

Related Articles

Leave a Reply

Back to top button