জাতীয়

শহীদ মিনার ঘিরে ৪ স্তরের নিরাপত্তা: ডিএমপি কমিশনার

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে কোন নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম। দিনটিকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশের ক্ষেত্রে সবাইকে চেক করে ঢোকানো হবে বলে জানান তিনি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকির পর উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘শ্রদ্ধা জানাতে আসা সবাইকে আর্চওয়ের ভেতর দিয়ে মূল বেদীতে প্রবেশ করতে হবে। এছাড়া ম্যানুয়ালি ও হ্যান্ডমেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। শহীদ মিনারের বেদীকেন্দ্রিক প্রথম স্তর, শহীদ মিনারের বাইরে দ্বিতীয় স্তর, দোয়েল চত্বর-শাহবাগ-নীলক্ষেত-পলাশী-বকশীবাজার কেন্দ্রিক তৃতীয় স্তর ও এর বাইরে আরেক স্তর- সব মিলিয়ে শহীদ মিনারকে ঘিরে মোট চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পুরো এলাকা সিসি ক্যামেরা মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে।’

তিনি বলেন, ‘একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় বসানো হবে চেকপোস্ট। ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ব্যতীত কেউ বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবেন না।’

ডিএমপি কমিশনার বলেন, ‘একুশে ফেব্রুয়ারি ঘিরে কেউ যেন বিশৃংখলা সৃষ্টি করতে না পারে, সব পর্যায়ের মানুষ যাতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেন সেজন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দফায় দফায় সমন্বয় সভা করা হয়েছে। এর ভিত্তিতেই এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

Related Articles

Leave a Reply

Back to top button