জাতীয়

শহীদদের তালিকা করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: সমন্বয়ক সারজিস

এবার শহীদদের লিস্ট করছে বৈষম্য বিরোধী  ছাত্র আন্দোলন। রোববার রাত ১১টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম তার ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে তিনি বলেন, শহীদ ভাইদের লিস্ট করছি আমরা৷ কেউ যেন বাদ না যায় তাই বারবার লিস্ট রিচেক করা হচ্ছে ৷ আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল এমন সকলে আমাদের তালিকাভুক্ত হবে ৷ তিনি যে বয়সের, ধর্মের, পেশার বা এলাকার হোক না কেন৷ তথ্য অবশ্যই আন্দোলনকারী হতে হবে৷
তিনি আরও লেখেন, পুরো বাংলাদেশে আপনাদের পরিচিত এমন যে কেউ থাকলে অনুগ্রহ করে কমেন্ট (স্ট্যাটাসের) সেকশনে তার তথ্য উল্লেখ করুন। আমার কোনো শহীদ ভাইবোন যেন বাদ না পড়েন। নাম, অস্থায়ী-স্থায়ী ঠিকানা, মা/বাবা (না থাকলে ভাই/বোনের ফোন নাম্বার), জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন নাম্বার।
এদিকে আজ রাতে আগারগাঁও চক্ষু হাসপাতাল পরিদর্শন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় সারজিস আলম  বলেন, আগামী ২৬ আগস্ট হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী। আমরা সেই জন্মাষ্টমীতে তাদের পাশে থাকব। আপনারা যারা হিন্দু সম্প্রদায় মানুষ রয়েছেন তারা কে আতঙ্কিত হবেন না। আপনাদেরকে আঘাত করতে আসলে সেই আঘাত আগে আমাদের করতে হবে। তারা শুধু পারবে একটাই কাজ, প্রোপাগান্ডা সরাতে পারবে। যারা তারা আগেও করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button