রাজনীতি

শরিকদের সাতটির বেশি আসন ছেড়ে দেওয়ার সুযোগ নেই: কাদের

শরিকদের কাউকে নির্বাচনে বিজয়ের গ্যারান্টি দেবে না আওয়ামী লীগ। প্রতিদ্বন্দ্বিতা করেই তাদের বিজয়ী হতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা কোনো ছাড় দেবে না। আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকা শরিক দলগুলোকেও সাতটির বেশি আসন ছেড়ে দেওয়ার সুযোগ নেই।’

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘দেশে ভালো নির্বাচনের রেকর্ড হবে, কোনো পক্ষপাতিত্ব থাকবে না। কিন্তু বিএনপি এই নির্বাচন বানচালে অস্ত্র জোগাড় করছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী প্রমুখ।

এর আগে বৃহস্পতিবার শরিক দলগুলোর জন্য সাতটি আসন ছেড়ে দেয় আওয়ামী লীগ। এ বিষয়ে ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু জানান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে তিনটি, জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ-ইনু) তিনটি এবং জাতীয় পার্টিকে (জেপি-মঞ্জু) একটি আসন ছেড়ে দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button