ক্রীড়াঙ্গন
শরণার্থী দল হয়ে খেলতে চান আফগান নারী ক্রিকেটাররা

তালেবান আফগানিস্তান দখল করার পর সরকারিভাবে নারী ক্রিকেট দল বিলুপ্ত করে দেয়া হয়। আফগানিস্তানের পুরুষ দল নজর কাড়লেও, নারী দলের কোন খবর নেই। কিন্তু ক্রিকেট খেলতে চান আফগান নারীরা। তাই আইসিসির কাছে মাঠে ফেরার আকুতি জানিয়েছেন তারা। শরণার্থী দল হিসেবে ক্রিকেট খেলতে চান আফগানিস্তানের নারী ক্রিকেট দল।
আইসিসির কাছে আবেদনে আফগান নারী দল অস্ট্রেলিয়া-ভিত্তিক শরণার্থী দল হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চায়। যা নিজ দেশের হয়ে পারছে না তারা। আইসিসির কাছে একটি খোলা চিঠিতে এইসব কথা জানিয়েছে আফগান নারী ক্রিকেট দল।
সেখানে তারা লিখেছেন, ‘আমরা আফগানিস্তানের চুক্তিভুক্ত নারী ক্রিকেটাররা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠায় রশিদ খানের নেতৃত্বাধীন পুরুষ ক্রিকেট দলকে অভিনন্দন জানাই। আমরা তাদের অর্জনে গর্বিত। তবে দুঃখ এটিই, আমরা নারী ক্রিকেটার হওয়াতে দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিতে পারছি না। আমরা ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিকে অস্ট্রেলিয়াতে আমাদের একটি শরণার্থী ক্রিকেট দল গঠনের অনুরোধ জানাচ্ছি। যে দলটি ক্রিকেট অস্ট্রেলিয়ার ইস্ট এশিয়ান ক্রিকেট কার্যালয়ের মাধ্যমে পরিচালিত হবে। এই দলটির মাধ্যমে আমরা পুরুষ ক্রিকেটারদের মতোই আন্তর্জাতিক ক্রিকেটে দেশের সকল নারীদের প্রতিনিধিত্ব করতে চাই। যেটি আমরা দেশে থেকে করতে পারছি না।’
চিঠিতে আফগান নারী ক্রিকেটাররা আরও লিখেছেন, ‘আমাদের লক্ষ্য এই শরণার্থী দলটির মধ্য দিয়ে সারা পৃথিবীর সামনে আমরা আমাদের প্রতিভার প্রমাণ রাখব। এর মধ্য দিয়ে আফগানিস্তানে বসবাস করা নারীদের আশার আলো দেখাব। আফগানিস্তানে নারীদের প্রতি কী অমানবিক আচরণ হচ্ছে, সেটি দুনিয়ার সামনে তুলে ধরব। আমরা আফগানিস্তান পুরুষ দলের মতোই সর্বোচ্চ পর্যায়ে খেলার যোগ্যতা রাখি।’
২০২১ সালে তালেবান সরকার ক্ষমতায় আসার পর দেশটির নারী ক্রিকেটারদের প্রায় সবাই দেশ ত্যাগ করেন। বর্তমানে তারা অস্ট্রেলিয়াতে বসবাস করছেন। সেখানের বিভিন্ন ক্লাবে খেলছেন।