জাতীয়

শব্দ ও উপকূলীয় দূষণ প্রতিরোধে তরুণদের সম্পৃক্ত করা হবে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন বিভিন্ন দূষণ প্রতিরোধ প্রকল্পে তরুণদের সম্পৃক্ত করা হবে।

আজ মঙ্গলবার রাজধানীর গুলশানের সিএমকে সেন্টারে ‘জাগো ফাউন্ডেশন ট্রাস্ট‘ আয়োজিত এক অ্যাডভোকেসি ডায়ালগে নিজ বাসভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা।

রিজওয়ানা হাসান এ সময় বলেন, ‘শব্দদূষণ নিয়ন্ত্রণ ও সেন্টমার্টিনসহ উপকূলীয় এলাকায় দূষণ প্রতিরোধে শিক্ষার্থীদের যুক্ত করা হবে। এ কাজে আমরা বিভিন্ন বেসরকারি সংস্থার তরুণদের সহযোগিতা নেবো।’

আলোচনার একপর্যায়ে তিনি বলেন, ‘নারী শিক্ষার চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে তা সমাধানে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। পরিবার, সমাজ ও বেসরকারি খাতের সক্রিয় সহযোগিতা নিশ্চিত করতে হবে যেন মেয়েরা স্কুলে যেতে পারে এবং পড়াশোনা চালিয়ে যেতে পারে।’

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে নীতিনির্ধারক, শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভার আলোচকরা নারী শিক্ষার অগ্রাধিকার নিশ্চিত করতে বাস্তবসম্মত সমাধান ও নীতি প্রস্তাব নিয়ে আলোচনা করেন।

Related Articles

Leave a Reply

Back to top button