রাজনীতি

শতভাগ মানুষের কাছে বিদ্যুৎসুবিধা পৌঁছে দিতেই দাম বাড়ানো হয়েছেঃ ওবায়দুল কাদের

দেশের ৯৫ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। শতভাগ গ্রাহকের কাছে বিদ্যুৎ পৌঁছে দিতে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে রাজধানীর হাতিরপুলে শহীদ সেলিম-দেলোয়ার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা  সভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি। দীর্ঘস্থায়ী সমাধানের জন্যই সাময়িকভাবে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে উল্লেখ করে, সকলকে নতুন মূল্য মেনে নেয়ার আহবানও জানান ওবায়দুল কাদের।

এসময় দিল্লীর ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, দিল্লির ঘটনা ভারতের অভ্যন্তরীণ বিষয়। আলোচনার মাধ্যমে দিল্লির সমস্যা সমাধানে সে দেশের সরকারের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

মুজিব বর্ষে ভারতেকে দাওয়াত না দেওয়া হবে অকৃতজ্ঞতার পরিচয় । এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকসহ অন্যান্য নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Back to top button