অর্থ-বাণিজ্য
লেনদেন ও সূচকের পতনে শেষ হলো এ সপ্তাহের পুঁজিবাজার

চলতি সপ্তাহের শেষ তিন কার্যদিবসে সূচকের পতনের পর বৃহস্পতিবারও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন হয়েছে। পাশাপাশি লেনদেন কমেছে উভয় শেয়ারবাজারে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) পুঁজিবাজারে চলতি সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।
ডিএসইতে বৃহস্পতিবার কমেছে সব কটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৫ দশমিক ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৩৬ দশমিক ২৫ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১৫ দশমিক ২৮ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৮ দশমিক ৮২ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ২ হাজার ১৫৭ দশমিক ০৬ পয়েন্ট ও ১ হাজার ৩৮২ দশমিক ২১ পয়েন্টে।
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন কমেছে সব সূচকের মান। বৃহস্পতিবার সার্বিক সূচক সিএএসপিআই ১০৭ দশমিক ৪১ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৬৪ দশমিক ০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৮ হাজার ২৯০ দশমিক ৬৮ পয়েন্টে ও ১০ হাজার ৯৫০ দশমিক ৪৬ পয়েন্টে।
আর সিএসই-৫০ সূচক ৬ দশমিক ২৮ পয়েন্ট ও সিএসআই সূচক ৬ দশমিক ৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৯৮ দশমিক ৩৯ পয়েন্টে ও ১ হাজার ১৭৩ দশমিক ৪৮ পয়েন্টে। আর ৯৫ দশমিক ২৮ পয়েন্ট কমেছে সিএসই-৩০ সূচকের মান। সূচকটি অবস্থান করছে ১৩ হাজার ৪৭৪ দশমিক ৯৬ পয়েন্টে।