ক্রীড়াঙ্গন

লা লিগা সভাপতির পদত্যাগ

পদত্যাগ করেছেন লা লিগা সভাপতি জেভিয়ার তেবাস। বুধবার (২২ নভেম্বর) পদত্যাগপত্র জমা দিয়েই পরবর্তী নির্বাচনের আহ্বান জানিয়েছেন তিনি। চতুর্থবারের মতো লা লিগার কর্তার আসন গ্রহণ করতে এই নির্বাচনে অংশ নেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
পরিস্থিতি বিবেচনায় আনলে, জেভিয়ারের পদত্যাগের বিষয়টি আশ্চর্য হওয়ার মতো কিছু নয়। নিয়মানুযায়ী চলতি বছরের ২৩ ডিসেম্বর পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল জেভিয়ারের। তবে সেটা করলে কিছু সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। আর সেগুলো এড়িয়ে যেতেই এক মাস আগে পদত্যাগ করেছেন তিনি।
লা লিগা সভাপতি নির্বাচনে এক মাসের মতো সময় লাগে। জেভিয়ার যদি এক মাস পরে পদত্যাগ করতেন তবে এই নির্বাচন এবং রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নির্বাচন একই সময়ে পড়ে যেত। এই সংঘর্ষ এড়াতেই একটু আগে পদত্যাগ করেছেন জেভিয়ার।
তার পদত্যাগের পর ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের প্রথম মাসেই লা লিগা সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে।
পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে পরবর্তী নির্বাচনের আহ্বান জানিয়েছেন জেভিয়ার। পরবর্তী নির্বাচনে তার অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করে খানিকটা প্রচারণাও চালিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, ‘কয়েক মিনিট আগে আমি লা লিগা সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি। ২৩ ডিসেম্বর আমার মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও আমি আগেই অব্যাহতি নিয়েছি। শীঘ্রই নতুন নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে। এই নির্বাচনে আমি নিজেও অংশগ্রহণ করবো। ক্লাবগুলোর সমর্থন এবং বিশ্বাসকে সঙ্গী করে সব চ্যালেঞ্জ মোকাবিলার চেষ্টা করবো।’

Related Articles

Leave a Reply

Back to top button