ক্রীড়াঙ্গন

লা লিগার লড়াইয়ে রিয়ালকে টপকিয়ে বার্সা

লা লিগার এই লড়াইয়ে সেভিয়াকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। শনিবার প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বার্সা।

খেলার ২৯তম মিনিটে লিড নেয় টিম বার্সেলোনা।

৮৫তম মিনিটে দুই জন ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন মেসি। ফাঁকা জালে বল পাঠান বার্সেলোনা অধিনায়ক। লিগে সর্বোচ্চ গোলদাতা মেসির মোট গোল হলো ১৯টি।

এ জয়ে পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদকে টপকে আবারও দুইয়ে উঠল বার্সা। ২৫ ম্যাচে ১৬ জয় ও পাঁচ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৫৩। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৫২। ২৩ ম্যাচে ১৭ জয় ও চার ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

Related Articles

Leave a Reply

Back to top button