আন্তর্জাতিক

লন্ডনব্রিজে হামলাকারী উসমান খাজা পাকিস্তানি ব্রিটিশ

লন্ডনব্রিজে হামলাকারী উসমান খাজা পাকিস্তানি ব্রিটিশ

যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে হামলাকারী ২৮ বছরের উসমান খান। পুলিশ জানায়, পাকিস্তানি বংশোদ্ভূত এই ব্রিটিশ নাগরিক জঙ্গিগোষ্ঠি আল কায়েদার ভাবাদর্শে বিশ্বাসী। সন্ত্রাসী হামলা পরিকল্পনা মামলায় জেলখাটা আসামীও। ২০১২ সালে বোমা হামলা পরিকল্পনা মামলায় ১৬ বছরের সাজা হলেও বয়স কম হওয়ায় মাত্র ৬ বছর জেল খাটেন হামলাকারী। শুক্রবারের ওই হামলায় নিহত হয় দু’জন। একে সন্ত্রাসী হামলা হিসেবে অ্যাখ্যা দিয়েছে পুলিশ।
স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টার দিকে লন্ডন ব্রিজের উত্তর অংশে হঠাৎই ছুরি নিয়ে পথচারিদের ওপর হামলা চালায় এক ব্যক্তি। ছুরিকাঘাতে নিহত হয় দু’জন। আহত হয় ৩ জন।
এসময় পথচারিরাই হামলাকারীকে প্রতিহত করে। ছুরি কেড়ে নিয়ে তাকে মাটিতে ফেলে দেয়। একইসময় ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারী।
এরপরই শুরু হয় তদন্ত। অভিযানে নামে পুলিশ। বের হয়ে আসে হামলাকারীর পরিচয়। পুলিশ জানায়, ২৮ বছর বয়সী উসমান খান স্ট্যাফোর্ডশায়ারের বাসিন্দা। লন্ডনে জন্ম নিলেও কৈশোর কেটেছে পাকিস্তানে। পরে লন্ডনে ফিরে জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার আদর্শে অনুপ্রাণিত হয়ে উগ্রবাদ প্রচার শুরু করে।
২০১০ সালে লন্ডন স্টক এক্সচেঞ্জের হামলা পরিকল্পনার মামলায় ১৬ বছরের জেল হয় তার। সাজা ঘোষণার সময় বিচারক উসমানকে একনিষ্ঠ জিহাদি ও বিপজ্জনক হিসেবে উল্লেখ করেন। এরপরও গেল বছর ডিসেম্বরে শর্তসাপেক্ষে প্যারোলে মুক্তি দেয়া হয় তাকে।
পুলিশ জানায়, হামলাকারী একাই ছিলেন। আতংক ছড়াতে নকল সুইসাইডাল ভেস্ট পরে ছিলেন তিনি।
লন্ডন ব্রিজে এরআগে ২০১৭ সালেও হামলা হয়। ভ্যান চালিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয় ৮ জনকে।

Related Articles

Leave a Reply

Back to top button