খেলা

লঙ্কান লিগে খেলার জন্য তাসকিনকে যে শর্ত দিল বিসিবি

তাসকিনকে খেলার জন্য প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের দল ডাম্বুলা অরা।কিন্তু তাসকিনকে খেলার বিষয়ে বিশেষ কিছু শর্ত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বোর্ডের ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনূস মঙ্গলবার (২৫ জুলাই) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জালাল বলেন, ‘পেস বোলারদের ক্ষেত্রে টানা ম্যাচ খেলা কঠিন। বিরতি দিয়ে খেলতে পারলে ভালো। সেভাবেই কথা বলছে তাসকিন। তার দল রাজি হলে ছাড়পত্রের বিষয়টি বিবেচনা করা হতে পারে।’
তাসকিনের বিষয়ে শর্ত জুড়ে দিলেও এলপিএলের জন্য ডাক পাওয়া আরেক পেসার শরিফুল ইসলামের ছাড়পত্র পাওয়ার বিষয়টি ঝুলে রয়েছে এখনও। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তরুণ এই পেসারের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান বোর্ডের এই পরিচালক।
জালাল এ প্রসঙ্গে বলেন, ‘ওর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেইনি আমরা। ও জানিয়েছে আমাদের। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে আমরা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবো।’

Related Articles

Leave a Reply

Back to top button