খেলা

লঙ্কান ক্রিকেট বোর্ড সেক্রেটারির পদত্যাগ

এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাট করে নেমে ৫০ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। দুই মাসেরো কম সময়ের ব্যবধানে ফের একই অভিজ্ঞতা হয়েছে লঙ্কানদের। এবার ভারতের দেওয়া ৩৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫৫ রানেই অলআউট হয়েছে ১৯৯৬ এর চ্যাম্পিয়নরা।
৩০২ রানের বিশাল এই হারের পর কঠিন সমালোচনার মুখে পড়েছে লঙ্কান ক্রিকেটার, কোচিং স্টাফ ও নির্বাচকরা।
ভারতের বিপক্ষে টানা দুই দেখায় ৫০ এর ঘরে অলআউট হয়ে চরম লজ্জায় পড়েছে শ্রীলঙ্কা। অরবিন্দ ডি সিলভা, কুমার সাঙ্গাকারা, সনাথ জয়াসুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, মুত্তিয়াহ মুরালিধরনদের উত্তরসূরিদের এমন বেহাল দশা দেখে অবাক গোটা ক্রিকেটবিশ্ব। বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে হারের পর কঠিন সমালোচনার মুখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সেক্রেটারি মোহন ডি সিলভা পদত্যাগ করেছেন।
শনিবার (৪ নভেম্বর) কোনো কারণ উল্লেখ না করেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন এসএলসির সেক্রেটারি। তবে ধারণা করা হচ্ছে বিশ্বকাপে দেশের ব্যর্থতার প্রেক্ষিতেই সরে দাঁড়িয়েছেন তিনি। এর আগে গতকাল শুক্রবার এক বিবৃতিতে দেশটির ক্রীড়ামন্ত্রী রোশান ফার্নান্দো ক্রিকেট দলের ব্যর্থতার দায়ভার নিয়ে বোর্ডের দায়িত্বপ্রাপ্তদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। এই বিবৃতিতে তিনি বলেন, ‘শ্রীলঙ্কার ক্রিকেট অফিশিয়ালদের পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই। তাদের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিৎ।’
এর আগে দেশের শীর্ষ ক্রিকেট প্রশাসকদের ‘বিশ্বাসঘাতক ও দুর্নীতিপরায়ণ বলে অভিভুক্ত করেছিলেন ক্রীড়ামন্ত্রী। ভারতের বিপক্ষে হারের পর এসএলসি শ্রীলঙ্কার কোচিং স্টাফ-নির্বাচকদের শক্য করে একটি নোটিশ পাঠিয়েছে। এই নোটিশে লঙ্কান দলের লজ্জাজনক পারফরম্যান্সে উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছে ক্রিকেট বোর্ড।

Related Articles

Leave a Reply

Back to top button