লকডাউনের প্রজ্ঞাপন আসবে আজ

করোনা ভাইরাস বিস্তাররোধে লকডাউনের প্রজ্ঞাপন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর রবিবার (৪ এপ্রিল) লকডাউন প্রজ্ঞাপন জারি করা হবে এবং তা আগামীকাল সোমবার থেকে কার্যকর করবে সরকার।
শনিবার সন্ধ্যায় প্রজ্ঞাপন জারির কথা থাকলেও তা আজ জারি করা হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শনিবার দুপুরে সাংবাদিকদের এক সপ্তাহের লকডাউনের বিষয়ে জানান। তিনি বলেন, এবার লকডাউনে মানুষের চলাফেরা একেবারেই সীমিত করে ফেলা হবে। যাতে মানুষ ঘর থেকে বের না হয়। প্রজ্ঞাপনে যাবতীয় বিষয় উল্লেখ থাকবে। তবে আগে থেকে জানিয়ে দেয়া হচ্ছে, যাতে মানুষ কোথাও আটকে না পড়েন।
তিনি আরও বলেন, লকডাউনে আদালতসহ সকল সরকারি-বেসকারি অফিস বন্ধ থাকবে। তবে শিল্প-কলকারখানা চালু থাকবে। সেখানে একাধিক শিফট করে স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকরা কাজ করবেন। তবে গণপরিবহন বন্ধের ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানাননি এই প্রতিমন্ত্রী।
এদিকে লকডাউনে রেল, লঞ্চ এবং বিমান চলাচল বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।


