লকডাউনেও চলবে শিক্ষক নিয়োগের আবেদন

আজ রবিবার থেকে শুরু হবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরির আবেদন। ৫৪ হাজারের বেশি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী সকাল ১০টা থেকে অনলাইনে প্রার্থীরা আবেদন করতে পারবেন। চলবে ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত।
লকডাউনের মধ্যে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাওয়ার আবেদন চলবে কি না জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আশরাফ উদ্দিন বলেন, মৌখিক পরীক্ষাটি সরাসরি হওয়ার তা স্থগিত করা হয়েছে। কিন্তু তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদনটি হবে অনলাইনে। তাই এটি চলমান থাকবে। কারণ এ আবেদন করতে হলে কোনো প্রার্থীকে অফিসে যেতে হবে না। শুধু ফি দিতে হয়তো মোবাইলে দোকানে যেতে হবে সর্বোচ্চ। তাই এ আবেদন চলবে।
উল্লেখ, দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার ৩০৪ জন শিক্ষক নিয়োগের জন্য গত ৩০ মার্চ (মঙ্গলবার) বিকেলে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।



