জাতীয়

র‍্যাব’র ১৯তম রেইজিং ডে’র দরবার রবিবার

আসছে ২৬ মার্চ দেশের অভ্যন্তরীণ সন্ত্রাস দমনের লক্ষ্যে গঠিত এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী বা রেইজিং ডে।
প্রতিবারের মত বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নিজেদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে বাহিনীটি। এবার দিবসটি উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠান সাজিয়েছে এলিট ফোর্স।
অনুষ্ঠানের মূল আয়োজন রবিবার (১৯ মার্চ)। এদিন বাহিনীটির দরবারে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রেইজিং ডে প্রসঙ্গে র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আজ জনগণের আস্থা ও ভালোবাসার এক ঠিকানা র‌্যাব ফোর্সেস। আমাদের এই দীর্ঘ পথচলায় সাংবাদিকদের সহযোগিতা অনেক। সাংবাদিকরা আমাদের চলার পথকে অনেক সহজ করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button