লিড স্টোরিসাহিত্য ও বিনোদন

র‌্যাব সদরদপ্তরে নেওয়া হয়েছে পরীমণিকে

জিজ্ঞাসাবাদের জন্য নায়িকা পরীমণিকে নিয়ে যাওয়া হয়েছে র‌্যাব সদর দপ্তরে। জব্দ করা মাদক (বিপুল পরিমাণ বিদেশি মদ, ভয়ঙ্কর মাদক এলএসডি ও আইচ) সাদা হাইচ মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

জানা যায় আজ রাত সোয়া ৮টার পর তাকে নিয়ে যাওয়া হয় বাহিনীর সদর দপ্তরে।
এ সময় পরীমনির পরনে ছিল লাল-কালো চেক শার্ট, মুখে নকশাযুক্ত মাস্ক এবং চোখে কালো ফ্রেমের চশমা।

সন্ধ্যা ৭টার পর নায়িকা পরীমণিকে নিতে, তার বাসায় র‌্যাবের গাড়ি প্রবেশ করে।

এর আগে ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে আলোচিত নায়িকা পরীমনির রাজধানীর বনানীর বাসায়, আজ বিকেলে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় বিপুল পরিমাণ মাদক উদ্ধারের খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, সম্প্রতি মডেল পিয়াসা ও মৌকে মাদকসহ আটক করেছে র‍্যাব। পিয়াসা ও মৌয়ের দুই সহযোগীকেও আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পিয়াসা-মৌ ও তাদের সহযোগী মিশু ও হাসানের সাথে পরীমণির সংযোগ থাকতে পারে।

Related Articles

Leave a Reply

Back to top button