জাতীয়

র‌্যাব নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট ৩১ প্রশ্ন ডয়চে ভেলের

আন্তর্জাতিক সম্প্রচারকেন্দ্র ডয়েচে ভেলে (ডিডাব্লিউ) বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বরাবর বাংলাদেশ র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সম্পর্কিত ৩১টি প্রশ্নের উত্তর চেয়ে চিঠি পাঠিয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরীফ মাহমুদ অপু এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ডিডাব্লিউ গেল ২৬ মার্চ লিখিত আকারে প্রশ্নগুলো পাঠায়। সেগুলো বিশ্লেষণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রতিয়মাণ হয় যে, অধিকাংশ প্রশ্ন অসত্য, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিকর। সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রী এসব বিতর্কিত প্রশ্নের উত্তর দেয়া থেকে বিরত থাকেন। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগ হতে DW ( Deutsche Welle) বরাবর একটি পত্র পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button