খেলা

রোহিতের নতুন রেকর্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়ে বাবর আজম ও বিরাট কোহলিকে ছাড়িয়ে রানের রেকর্ড গড়েছেন রোহিত শর্মা।

আজ সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি স্টেডিয়ামে ব্যাট করতে নামার আগে রোহিত শর্মার সংগ্রহ ছিল ১৪৮ ইনিংসে ৪ হাজার ৭৩ রান। এদিন ৪১ বলে ৮টি ছক্কা আর ৭টি চারের সাহায্যে ৯২ রানের ইনিংস খেলার পথে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়িয়ে যান রোহিত।

টি-টোয়েন্টিতে ১১৬ ইনিংসে ব্যাট করে ৪,১৪৫ রান করে এতদিন শীর্ষে ছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ১১৫ ইনিংসে ৪ হাজার ৩ রান দ্বিতীয় পজিশনে ছিলেন বিরাট কোহলি।

আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১ বলে ৯২ রানের ঝলমলে ইনিংস খেলে বাবর আজম ও বিরাট কোহলিকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের রেকর্ড গড়েন রোহিত শর্মা।

Related Articles

Leave a Reply

Back to top button