জাতীয়

রোহিঙ্গা সংকট সমাধানে পাশে থাকবে চীন

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে চীনের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় বৈঠক শুরু হচ্ছে আজ। মঙ্গলবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ, মিয়ানমার ও চীনের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেবেন। সেখানে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের পাশে থাকবে চীন।

সোমবার (১৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে চীনা রাষ্ট্রদূত এ কথা বলেন। আসন্ন বৈঠক সামনে রেখে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলোচনা করেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

চীনা দূতাবাস সোমবার রাতে জানিয়েছে, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ-এ রোহিঙ্গা ইস্যু এবং আসন্ন ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে আলোচনা করেন।

রোহিঙ্গা সমস্যা যথাসম্ভব দ্রুত সময়ে শান্তিপূর্ণ ও টেকসই সমাধান এবং এই অঞ্চলে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও মিয়ানমারকে সমর্থন অব্যাহত রাখবে বলে জানান লি জিমিং।

Related Articles

Leave a Reply

Back to top button