জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি গঠন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ানকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে।

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, আগুনে দুই হাজার শেল্টার ভস্মীভূত হয়েছে। এতে ১২ হাজার রোহিঙ্গার ঘরবাড়ি পুড়ে গেছে। সোমবার সকাল থেকে তাদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) আশ্রয়হীন রোহিঙ্গাদের অস্থায়ী ঘর তৈরি করবে। জাতিসঙ্ঘের খাদ্য সংস্থা ডব্লিউএফপি রোহিঙ্গাদের জরুরি খাদ্য সহায়তা দিচ্ছে।

তিনি জানান, অগ্নিকাণ্ডে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। পরে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের স্থায়ী শেল্টার করে দেয়া হবে। তবে অগ্নিকাণ্ডে নিখোঁজ কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শরণার্থী কমিশনার আরো জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান ছাড়াও কোনো নাশকতা আছে কিনা তা খতিয়ে দেখবে ওই কমিটি। তিন কর্ম দিবসের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেয়ার কথা বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button