Leadজাতীয়

রোহিঙ্গারা বাংলাদেশের বোঝা, বিশ্বের চিন্তা করা উচিত: প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন ও নিজেদের ভূমিতে সম্মানজনক জীবন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৮ জানুয়ারি) সকালে গণভবনে যুক্তরাজ্যের হাউস অব কমন্সের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ অন বাংলাদেশের ভাইস চেয়ার বীরেন্দ্র শর্মার নেতৃত্বে ব্রিটিশ ক্রস পার্টির সংসদীয় প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

শেখ হাসিনা বলেন, মিয়ানমার তাদের নাগরিকদের ফেরত নিতে রাজি হয়েছে বটে, তবে সংকটের ছয় বছর পার হলেও এখনও কোনো ব্যবস্থা নেয়নি দেশটি।

তিনি বলেন, রোহিঙ্গারা কীভাবে তাদের মাতৃভূমিতে ফিরে সম্মানজনক জীবন পেতে পারে, বিশ্বের উচিত সে বিষয়ে চিন্তা করা।

কোভিড-১৯ ও ইউক্রেন যুদ্ধের পর বৈশ্বিক সহায়তা কমে যাওয়ার কথা উল্লেখ করে সরকারপ্রধান বলেন, বর্তমানে বাংলাদেশের মতো ছোট দেশের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে বিপুল সংখ্যক রোহিঙ্গার ভার বহন করা।

এ সময় রোহিঙ্গাদের অস্ত্র, মাদক ও মানব পাচারের মতো অপরাধে জড়িয়ে যাওয়ার চিত্রও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Back to top button