রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আমরা এক পায়ে দাঁড়িয়ে : পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠাতে আমরা এক পায়ে দাঁড়িয়ে। তবে মিয়ানমার এ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন সাংবাদিকদের এসব কথা জানান। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে কাসি সম্মেলনে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।
সম্মেলন থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, মিয়ানমার বিভিন্ন জায়গায় অপপ্রচার চালাচ্ছে যে, আমরা রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য নাকি প্রস্তুত নই। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আমাদের দিক থেকে প্রস্তুতির কোনো ঘাটতি নেই।
অন্য এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটা নিয়ে তাদের সঙ্গে আলাপ হয়েছে। তারা আমাদের এনআরসি নিয়ে আশ্বাস দিয়েছে, বলেছে এটা তাদের বিষয়।
বাংলাদেশে ভারতের নাগরিকদের পুশ ইন করা হচ্ছে কিনা জানতে চাইলে ড. মোমেন বলেন, এমন খবর আমাদের জানা নেই। সরকারিভাবেও কেউ এটা আমাদের জানায়নি।