ক্রীড়াঙ্গন
রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়

সৌদি প্রো লিগে গুরুত্বপূর্ণ এক ম্যাচে আল-হিলালকে ৩-১ গোলে হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল-নাসর। দ্বিতীয়ার্ধে দুইটি গোল করে দলকে জয় এনে দেন পর্তুগিজ সুপারস্টার।
ম্যাচের প্রথমার্ধেই গোলের সূচনা করে আল-নাসর। আলি আল হাসান আল-হিলালের গোলরক্ষক ইয়াসিন বোনোর বিপক্ষে দারুণ এক বাঁকানো শটে গোল করে দলকে এগিয়ে দেন। বিরতির পর মাত্র দুই মিনিটের মাথায় সাদিও মানের পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো।
আল-হিলাল হাল না ছেড়ে পাল্টা আক্রমণ চালায় এবং ৬২তম মিনিটে কর্নার থেকে আলি আল বুলাইহি হেড করে একটি গোল শোধ দেন।
তবে ম্যাচের ৮৮তম মিনিটে ভিএআরের সাহায্যে পেনাল্টি পায় আল-নাসর। বদলি খেলোয়াড় মুয়াতেব আল হারবির হ্যান্ডবলের কারণে এই সিদ্ধান্ত আসে। স্পট কিক থেকে গোল করে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন রোনালদো।
ম্যাচ শেষে রোনালদো বলেন, ‘এই জয়ে দলের সম্মিলিত প্রচেষ্টা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি গোল করেছি, এটা ভালো লাগার, তবে তার চেয়েও বড় বিষয় হলো জয়। আমি কেবল রেকর্ড নিয়ে ভাবি না। সৌদি লিগ এবং চ্যাম্পিয়নস লিগে দলকে সাহায্য করতে কাজ করি আমি।’
এই জয়ের ফলে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রয়েছে আল-নাসর। তারা এখন দ্বিতীয় স্থানে থাকা আল-হিলালের চেয়ে ৩ পয়েন্ট ও শীর্ষে থাকা আল-ইত্তিহাদের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে আছে। শনিবার আল-ইত্তিহাদ খেলবে আল-আহলির বিপক্ষে।