ক্রীড়াঙ্গন
রোনালদোদের ব্যর্থতায় পর্তুগাল কোচ বরখাস্ত

পর্তুগালের কোচ বহিষ্কার হচ্ছেন এটা এক প্রকার নিশ্চিতই হয়েছিল যখন পর্তুগাল মরক্কোর বিপক্ষে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়। শেষ পর্যন্ত সেটিই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিল পর্তুগাল ফুটবল ফেডারেশন। পর্তুগালের কোচের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে ইউরো জয়ী কোচ ফার্নান্দো সান্তোসকে।
আজ বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে সান্তোসের বহিষ্কার হওয়ার খবর জানায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন। ২০১৪ সালে পর্তুগালের কোচের দায়িত্ব নিয়ে দলকে ২০১৬ সালে ইউরো জিতিয়েছিলেন তিনি। এছাড়াও তার অধীনে ২০১৯ সালে পর্তুগাল ন্যাশনস লিগের শিরোপা জয়লাভ করে।