
আন্তর্জাতিক
রোহিঙ্গা নিপীড়ন: আইসিসির তদন্ত প্রত্যাখান করলো মিয়ানমার
রোহিঙ্গাদের ওপর নিপীড়নের অভিযোগ তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি’র সিদ্ধান্ত প্রত্যাখান করেছে মিয়ানমার।
সংবাদ সম্মেলনে মিয়ানমার সরকারের মুখপাত্র বলেন, আইসিসি’র তদন্তের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন অনুযায়ী হচ্ছে না।
মিয়ানমারের নিজস্ব কমিটি নিপীড়নের অভিযোগ তদন্ত ও প্রয়োজনে জবাদিহিতা নিশ্চিত করবে বলে জানান তিনি। বৃহস্পতিবার রোহিঙ্গা নিপীড়নের অভিযোগ তদন্তে অনুমোদন দেয় আইসিসি। গেল ১১ নভেম্বর রোহিঙ্গা নিপীড়নের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মামলা করে গাম্বিয়া। এর পর পরই আর্জেন্টিনায়ও মামলা হয়।