জাতীয়

রেটিংয়ের বিষয়ে ভুল স্বীকার করেছে আরএসএফ: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশকে দেয়া রেটিংয়ের বিষয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) ভুল স্বীকার করেছে।

বৃহস্পতিবার (২ মে) সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ভুল, অর্ধসত্য ও অপর্যাপ্ত তথ্যের উপর ভিত্তি করে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশকে ১৬৩তম দেখিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডারস।

এ নিয়ে সরকারের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হলে সংস্থাটি ভুল স্বীকার করে জানিয়ে তিনি বলেন, তারা সংশোধন করে পুনরায় সূচক প্রকাশ করবে।

এসময় তিনি আরো বলেন, গণমাধ্যমের স্বাধীনতা প্রয়োজন, কিন্তু এর অপব্যবহার কাম্য নয়। সরকার যদি গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চাইতো, তাহলে দেশে গণমাধ্যমের সংখ্যা এত বাড়তে দিতো না।

এদিকে বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগের ‘মৈত্রী সুপার থারমাল বিদ্যুৎকেন্দ্র’ নিয়ে প্রচুর মিথ্যা ছড়ানো হয়েছে বলে জানান তথ্য প্রতিমন্ত্রী।

তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতার নামে গুজব ছড়ানো হয়েছে। সরকার সব ধরনের সমালোচনা নিতে প্রস্তুত, যদি সেটার সত্যতা ও যথাযথ বৈজ্ঞানিক প্রমাণ থাকে।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন সময় পরিবেশকে ঢাল হিসেবে ব্যবহার করা হয় বলেও মন্তব্য করেন মোহাম্মদ এ আরাফাত।

Related Articles

Leave a Reply

Back to top button