জাতীয়

রূপগঞ্জে ভয়াবহ আগুনের ঘটনায় এফবিসিসিআই সভাপতির শোক

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস্ অ্যান্ড বেভারেজ কোম্পানির সেজান জুস কারখানায় ভয়াবহ আগুনে অর্ধশতাধিক শ্রমিক নিহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন ।

শনিবার (১০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শোক জানান এফবিসিসিআই’র সভাপতি।

বিবৃতিতে, গভীর শোক প্রকাশ করে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন।

সেসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। এছাড়া আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এ ছাড়া অগ্নিকাণ্ডে হতাহতদের উদ্ধারে যথেষ্ট আন্তরিক ও দায়িত্বপূর্ন ভূমিকার জন্য ফায়ার সার্ভিস বিভাগের সকল কর্মীর প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান এফবিসিসিআই সভাপতি।

গত বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে রূপগঞ্জ উপজেলার ভুলতা কর্ণগোপ এলাকায় হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ গ্রুপের কারখানায় আগুন লাগে। ২৯ ঘণ্টা পর ৯ জুলাই রাতে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আগুন। এ ঘটনায় এখন পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button