জাতীয়

রূপগঞ্জে প্রধানমন্ত্রীর সফর ঘিরে মানুষের ঢল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা একের পর এক মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে যোগ দিচ্ছেন।

আজ বৃহস্পতিবার জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পাতাল মেট্রোরেলের ডিপো ও লাইন নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে সমাবেশস্থলে যোগ দিচ্ছেন।

জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমন কেন্দ্র করে রূপগঞ্জের পূর্বাচলে সেক্টর-৪ এ বিশাল মঞ্চ বানানো হয়েছে। মঞ্চের চারদিকে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পাশাপাশি তোরণ, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল জানান, প্রশাসনের পক্ষ থেকে শতভাগ প্রস্তুতি নেওয়া হয়েছে। এসএসএফের সঙ্গে সমন্বয় করে রূপগঞ্জের পুরো এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button