ক্রীড়াঙ্গন

রিয়াদ, মুশফিক বিশ্বকাপে থাকলে ভালো হতো: তামিম

আসন্ন বিশ্বকাপের দলে মুশফিক, মাহমুদউল্লাহ থাকলে ভালো হতো বলে মনে করেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম।

এ জন্য অবশ্য নিজের স্বপক্ষে একটি যুক্তিও দেখিয়েছেন তিনি। পুরো বছর ধরে দলে রেখে বিশ্বকাপের আগে বাদ দিয়ে দেওয়া নিয়েই যত আপত্তি তামিমের।

তামিম বলেন, দেখেন যে দলটা এখন খেলছে (কিছুটা নতুন যদি কয়েকজনের কথা বাদ দেন), যেকোনো নতুন কিছুতে সময় দিতে হবে। আমি আগেও বলেছি মুশফিক, রিয়াদ এরা যদি বড় স্টেজে বিশ্বকাপ থাকত, আমার কাছে ভালো মনে হতো। কারণ, যখন আপনি একটা পুরো বছর এত সিনিয়র ক্রিকেটারকে ক্যারি করেছেন, তাহলে বিশ্বকাপের আগেই কেন (বাদ দেওয়া)? যদি হতো বছরের আগে হলে ঠিক আছে। বিশ্বকাপের পরই কিন্তু আপনার হাতে দুই বছর সময় আছে (নতুনদের) দেওয়ার জন্য।

টি-টোয়েন্টি বিশ্বকাপে কথিত পঞ্চপাণ্ডবের মধ্যে রয়েছেন কেবল সাকিব আল হাসান।

Related Articles

Leave a Reply

Back to top button