আদালতরাজনীতি

রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে, রাজধানীর বাড্ডা থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায়।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি গণমাধ্যমকে জানান।

তিনি বলেন, ২০১৫ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে রাজধানীর বাড্ডা থানায় বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল আজ। এদিন রিজভী আদালতে উপস্থিত না থাকায় বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। খবর: বাসস

Related Articles

Leave a Reply

Back to top button